স্টাফ রিপোর্টার:
আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে আলোচনা সভা ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চিনিশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মেহেদী হাসান তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খালেদ মাহমুদ।
আলোচনা সভায় বক্তৃতা করেন সাংবাদিক বিশ্বজিৎ সাহা, হাবুল মালাকার, ইউপি সদস্য বিজন মেম্বার, বদু মিয়া ঁ সিরাজুল ইসলাম ঁসায়েম মেম্বার ও মহিলা সদস্যসহ উপস্থিত অন্যান্য সদস্যরা। বক্তারা পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, আনন্দঘন ও সম্প্রীতিমূলক পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানান।
আলোচনা শেষে চিনিশপুর ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে অনুদান প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।