নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবা ইউনিয়নের কুন্দর পাড়া এলাকার কিশোরী ধর্ষণ মামলা আসামি নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র্যাব ১১ । শুক্রবার সকালে নরসিংদী র্যাব কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানায় । বৃহস্পতিবার রাতে কুমিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত নারায়ণ চন্দ্র পাল ( ৫০) শিবপুর উপজেলার কুন্দর পাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষচন্দ্র পালের ছেলে তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায়। এসময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে ধর্ষণ করে। এসময় কিশোরীর চাচী ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যায়। পরে কিশোরীর স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাংচুর করেন। পরে ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেন।
এছাড়া বৃহস্পতিবার রাতে আসামী নারায়ণ চন্দ্র পালের বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় জনতা।