নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার শিবপুর থানার দুলালপুর ইউনিয়নের লাখপুর বাজারের উত্তর পাশে বাবুল নাজিরের কলাবাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ১) দৌলত হোসেন(৩৮)পিতামৃত সফিজ উদ্দিন সাং-চরআলিনগর ২) খোরশেদ আলম পিতা-মৃত ইসরাফিল সাং-চরসিন্দুর থানা-পলাশ ৩)ফারুক (৪৫)পিতা মৃত রাফিজ উদ্দিন সাং হরিনারায়নপুর থানা মনোহরদী ৪) আলামিন (৩৮)পিতা নুর ইসলাম সাং-মানিকদী ৫) মুকসিন (৪৪)পিতা মৃত আলাউদ্দিন সাং-শিমুলিয়া ৬)সেলিম (৩৫)পিতা গোলজার হোসেন ৭।সুরুজ (৫২)পিতা মৃঃ আলী আহমেদ উভয় সাং-লাখপুর থানা শিবপুর, এই ৭ জন জুয়ারি কে আটক করা হয়। উক্ত আসামিদ্বয়দের জুয়া আইনে প্রসিকিউশন সহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় বলে থানা সূত্রে জানা যায়।