নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের আলী আহমদ ভুঁইয়ার পুত্র সেন্টু আজমল ভূইয়া তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে। তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন সামাজিক ও রাজনীতি সম্মান ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। তিনি এ সকল কুৎসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তিনি প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন ৯০ দশক থেকে ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতিতে অনুপ্রবেশ ঘটে। ৯১ এ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দর ভূমিকা পালন করার জন্য তাকে এক দুয়ারীয়া ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। ৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর মিথ্যে মামলার কারণে তাকে চারবার কারাবরণ করতে হয়েছিল। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষে তার ভূমিকা ভালো থাকায় তৎকালীন সময় তাকে মনোহরদী উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছিল ও পরে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায় ক নির্বাচিত হয়েছেন। গত স্বৈরাচার সরকারের আমলে তাকে দুইবার কারাবরণ করতে হয়েছিল। রাজনৈতিক কারণে বিগত সরকারের আমলে বৈশাখী মেলা পার্ক থেকে তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করা হয়েছিল। জুলাই বিপ্লব আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার কারণে পুলিশ তার বসত বাড়িতে হানা দিয়ে ব্যাপক ভাংচুর করেছিল। রাজনৈতিক কারণে আলাল পুর মৌজার তিনটি দাগে ১৪৯ শতাংশ জমি সাত্তার গং এর নেতৃত্বে জোরপূর্বক দখল করে নিয়েছিল। উক্ত জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে তিনটি মামলা চলমান । তিনি প্রতিবাদলিপিতে আর উল্লেখ করেন এ সকল জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ গন তার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করেছে। সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেন্টু আজমল ভূইয়া।