শিবপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শিবপুরের কৃতিসন্তান কৃষিবিদ আ ফ ম মাহবুব হাসান মাহবুব কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে শিবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উক্ত সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফেজ আহমেদ সরকার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোহসীন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবদুল খালেক ও শিবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক শাহীন মিয়া।