জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বর্তমানে তিনি ঢাকার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার এ তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মোঃ শহিদুল ইসলাম, পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।