নিজস্ব প্রতিবেদকঃ
ঘোড়াশাল পৌরসভায় এতিমখানার ১০০০ এতিমদের উন্নতমানের খাবার পৌঁছে দিলেন ঘোড়াশাল পৌরসভায় মেয়র পদপার্থী পলাশ উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার । গত বৃহস্পতিবার ৫ ই নভেম্বর জোহরের নামাজ শেষে দোয়া-মিলাদের পর ঘোড়াশাল পৌরসভায় সকল এতিমখানায় উন্নতমানের খাবার পৌঁছে দেয়া হয়।এছাড়াও পৌরসভা পর্যায়ে আলোচনা সভার আয়োজন করে নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীযুবলীগের উদ্যোগে কোরআন খতম ও দোয়া-মিলাদ পড়ানো হয়।এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ রাসেল সরকার, উপজেলা আওয়ামীযুবলীগের সহ-সভাপতি শহিদুল আলম সুজন, উপজেলা আওয়ামীযুবলীগের সহ-সম্পাদক রাশেদ আলম রাসেল,চরসিন্দুর ইউনিয়ন আওয়ামীযুবলীগের সভাপতি আকরাম হোসেন,পলাশ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোহাম্মদ রাজন প্রমুখ।