ডেস্ক রিপোর্টঃ
অবশেষে নানা নাটকীয়তা শেষে হোয়াইট হাউসের পথে প্রত্যাশিত ইলেকটোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এর মধ্যে দিয়ে তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। দীর্ঘদিন পর টানা দ্বিতীয় মেয়াদ পূর্ণ না করেই হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শনিবার নানা ঘটনাবলির মধ্য দিয়ে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেনিয়ায় জয়ের মধ্য দিয়ে ‘ম্যাজিক স্কোর ২৭০’ অতিক্রম করেন বারাক ওবামার রানিং মেট বাইডেন। সেই সঙ্গে প্রথম এশীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তার রানিং মেট কমলা হ্যারিস।