শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
শিবপুরে পুজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক শিবপুরে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন নরসিংদীতে গলা কেটে হত্যার আসামি দুই ভাই গ্রেফতার হাতিরদিয়া আইএফআইসি ব্যাংকের শাখার উদ্যোগে আর্থিক সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ মতবিনিময় সভা অনুষ্ঠিত মনোহরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ডৌকারচর ইউনিয়নে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার
নরসিংদী জেলা রেজিষ্টার এবং সাব-রেজিষ্টারের বরণ ও বিদায় অনুষ্ঠান

নরসিংদী জেলা রেজিষ্টার এবং সাব-রেজিষ্টারের বরণ ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা রেজিষ্টার আবুল কালাম মো: মঞ্জুরুল ইসলাম এবং সাব-রেজিষ্টারের নিহার রঞ্জন বিশ্বাসের যোগদান ও সাব-রেজিষ্টার মো: সাব্বির আহমেদের বিদায় উপলক্ষে এক বরন ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর দলিল লেখক সমিতি আয়োজনে মঙ্গলবার দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া। নরসিংদী সদর দলিল লেখক সমিতির সভাপতি মো: সাখাওয়াত হোসেন নান্নু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইবনে রহিজ (মিঠু)’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী সাব-রেজিষ্টার মো: সাব্বির আহমেদ, সদ্য যোগদানকৃত সাব-রেজিষ্টার নিহার রঞ্জন বিশ্বাস, সদর দলিল লেখক সমিতির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম জহির, সদর সাব-রেজিষ্টার অফিসের প্রধান সহকারী শফিকুল ইসলাম, দলিল লেখক ও তল্লাশকারক সমিতির সভাপতি শাখাওয়াৎ হোসেন কাজল, সদর দলিল লেখক সমিতির উপদেষ্ঠা পরিদষদের সদস্য মাসুদ পারভেজ, দলিল লেখক ও তল্লাশকারক সমিতির সাধারণ সম্পাদকসহ সমিতির সিনিয়র দলিল লেখকগণ। প্রধান অতিথির বক্তব্যে নূর আলম ভূঁইয়া বলেন. ভূমি রেজিষ্টিতে সরকার যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে তা আমাদের দলিল লেখকদের জন্য মরন ফাঁদ। এ নিয়মে দলিল লেখকরা তাদের পেশা ছেড়ে যেতে হবে। শেষ বয়সে ছেলেপুলে নিয়ে আমাদেরকে না খেয়ে মরতে হবে। বাঁচার তাগিদে আমাদেরকে রাজপথে নামতে হবে। এ নিয়মের বিরোধীতা করে দলিল লেখকদের আন্দোলন সংগ্রাম করতে। তবে এখনই সময় নয়। সময় হলে আমিই আপনাদেরকে সাথে নিয়ে রাজপথ সরব করে তুলব। অনুষ্ঠান শেষে বিদায়ী ও সদ্য যোগদানকৃত সাব-রেজিষ্টারদ্বয়কে সদর দলিল লেখক সমিতির সদস্যরা ফুল দিয়ে বিদায় ও বরন করে নেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD