আজ সকালে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) ভুইয়া মোহাম্মদ নেজাউর রহমান সিদ্দিকী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) শাহ আলম মিয়া।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নরসিংদী জেলায় পৌরসভা ব্যাতিত জনসংখ্যা রয়েছে প্রায় ১৯ লাখ। প্রত্যেকের মাঝে ২ টি করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হবে। আমাদের সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।
পরে মেহেরপাড়া ইউনিয়নের জনসাধারণের মাঝে মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার ও অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।