নিজস্ব প্রতিবেদকঃ
০৮ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন-এর কঠোর নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের ঝাউকান্দিতে এবং চানপুর ইউনিয়নের মাঝেরচরে অবৈধভাবে স্থাপিত একতা ব্রিক ফিল্ড এবং মামুন ব্রিক ফিল্ড নামক দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউছার। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী।
এ সময় মামুন ব্রিক ফিল্ড এর লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্র না থাকা ও সরকারি নির্দেশনা অমান্য করে লোকালয়ের কাছাকাছি ইটভাটা স্থাপন করে পরিবেশ গত ঝুঁকি সৃষ্টির দায়ে ভাটার মালিককে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ (স্থাপন) আইন ২০১৩ অনুযায়ী ০২ (দুই) মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একতা ব্রিক ফিল্ডকে সংশ্লিষ্ট আইনে ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ইটভাটাটিকে সম্পূর্ণরূপে ভেঙ্গে দেয়া হয়।