মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়েজনীয় সংস্কার করবে ————- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কৃষক দলের কেন্দ্রীয়নেতা বিল্পবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবপুরে ব্যাবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন মো: শাহ আলম মিয়া

নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন মো: শাহ আলম মিয়া

নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড (সহকারী কমিশনার -ভূমি) এর স্বীকৃতি পেয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এই স্বীকৃতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।

নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়া মো: শাহ আলম মিয়ার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো: শাহ আলম মিয়া যোগদানের পর সদর উপজেলায় বেদখলে থাকা বিপুল পরিমান সরকারি সম্পত্তি উদ্ধার, স্থানীয় ভূমি বিরোধ নিষ্পত্তি করার মাধ্যমে মামলার সংখ্যা কমানো, স্বচ্ছতার সাথে ভূমিসেবা প্রদান ও সহজীকরণ, সরকারি স্বার্থ, সম্পদ-সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য অভিযান অব্যাহত রাখা, সরকারি রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখা, ভূমিহীন পরিবারগুলোর মধ্যে জমি বরাদ্দ প্রদান, করোনাকালে কুইক রেসপন্স টিমের মাধ্যমে মরদেহ দাফন/সৎকারে ভূমিকা রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD