নিজস্ব প্রতিবেদকঃ
২৬/১২/২০২০ খ্রি নরসিংদী জেলার পলাশ উপজেলায় গৃহ নির্মান কাজ পরিদর্শন করেন কমিটির সদস্যবৃন্দ। এ সময়ে গৃহনির্মাণ কাজের সার্বিক বিষয় তদারকি ও বিভিন্ন দিকনির্দেশনা দেন মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইন। প্রধান অতিথির বক্তব্যে বলেন, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার আশ্রয়ণের অধিকার বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে নরসিংদী জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাকে সার্থক করার লক্ষ্যে নরসিংদী জেলায় প্রথম ধাপে ২২১ টি গৃহনির্মাণের কাজ চলমান এবং পর্যায়ক্রমিকভাবে দ্রুততম সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় ৫০০ ভূমিহীন পরিবারকে খাস জমি বন্দোবস্ত প্রদান করার কার্যক্রম চলমান অব্যাহত আছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এ অনন্য ও মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল ইসলাম গাজীসহ আরো অনেকে।