নরসিংদী প্রতিনিধিঃ
আবারো জেলার শ্রেষ্ঠ পুলিশের পুরস্কার পেয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক তাপস কান্তি রায়। বৃহস্পতিবার ৩১ শে ডিসেম্বর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম তাঁর হাতে সম্মাননা তুলে দেন। তিনি নরসিংদী জেলায় গত নভেম্বর মাসে, মাদক উদ্ধার এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত করা হয়।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন,শিবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মেজবাহ উদ্দিন সহ জেলার সকল থানার ওসি উপস্থিত ছিলেন।