নিজস্ব প্রতিবেদকঃ
১৪/০১/২০২১ তারিখ বৃহস্পতিবার নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গোতাশীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের প্রাচীন ও গুরুত্বপূর্ন স্তর উল্লেখ করে প্রধান অতিথি বলেন সৌভাগ্যবান ব্যক্তিরাই জনগনের সেবা করার সুযোগ পায়। তিনি দেশের সংবিধান ও আইন অনুযায়ী জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার জন্য নব-নির্বাচিত চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন। সবশেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নব-নির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে তার সাফল্য কামনা করেন। শপথ গ্রহন অনুষ্ঠানে উপ-পরিচালক (স্থানীয় সরকার) এবং উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী, নরসিংদী উপস্থিত ছিলেন।