শিবপুর প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগ তৃণমুলের একনিষ্ঠ কর্মী সাবেক এমপি শহীদ রবিউল আউয়াল খান কিরনের সুযোগ্য উত্তরস্বরী, সংগঠন তৈরীর কারিগর, রাজনীতির এক উজ্বল নক্ষত্র, আদর্শবান প্রাণপ্রিয় জননেতা, সঠিক নেতৃত্বের কর্ণধার শিবপুর উপজেলা আওয়ামীলীগের একাধারে ২২ বছর যাবৎ নির্বাচিত সফল সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ খান। যিনি ঘুমকে হারাম করে, দিন রাত নিরলস পরিশ্রম করে আওয়ামীলীগের তৃণমুল সংগঠনকে শক্তিশালী করেছেন। বর্তমানে শিবপুরকে আওয়ামীলীগের ঘাটি হিসেবে প্রস্তুত করেছেন। অধিকাংশ নেতাকর্মীরা মুখে মুখে বলেন আমরা জনগণকে ভালোবাসি , জনগণের কল্যানে সবসময় চিন্তা করি। কিন্তু সাধারণ জনগন যখন বিশেষ প্রয়োজনে নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে বা সহযোগীতা চায়, তখন আর পাওয়া যায় না বলে অনেক অভিযোগ রয়েছে। সেই দিক থেকে আলহাজ্ব হারুনুর রশীদ খান ভিন্ন একজন নেতা। যাকে সর্বসময় আওয়ামীলীগের সকল কর্মী ও সাধারন জনগনের কল্যানে পাওয়া যায়। আওয়ামীলীগের কর্মী ও সাধারণ জনগন যেকোন সমস্যা সমাধানে রাত ১টা কিংবা ২টা, যেকোন সময় হারুনুর রশীদ খানের সাথে নির্দিধায় ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারে, এতে তিনি কোন ধরনের বিরক্তবোধ হননা বলে জানান তৃণমুল নেতৃবৃন্দরা। এমন নেতাই জনগনের পাশে সর্বকাল প্রয়োজন। দুরদৃষ্টিসম্পন্ন, আদর্শবাদী এই নেতা দলমত নির্বিশেষে সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। সততা, সুবিচারক, পষ্টবাদী, বিপ্লবী এই নেতা সার্বজনীয় শ্রদ্ধেয় একজন ব্যক্তি। হারুনুর রশীদ খান ব্যতিত শিবপুর উপজেলা আওয়ামীলীগ সংগঠনকে সু-সংগঠিত, শক্তিশালী ও সু-শৃঙ্খল রাখা সম্ভব নয়। আওয়ামীলীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের অডেল ভালোবাসায় তিনি ১৯৯০ সালে শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষতা ও সাহসীকতার সাথে দায়িত্ব পালন করে শিবপুরে ব্যাপক উন্নয়ন করেছিলেন বলে কৃতিত্ব রয়েছে। পূর্বের ন্যায় নেতাকর্মী ও সাধারণ জনগণের অডেল ভালোবাসায় দলীয় প্রতীক নিয়ে বর্তমানে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের কল্যানে ও শিবপুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নে ইতিমধ্যে ব্যাপক ভূমিকা রেখেছেন বলে শুনা যাচ্ছে আলহাজ্ব হারুনুর রশীদ খান তৃণমূল আওয়ামীলীগের প্রান, বর্তমান শিবপুর উপজেলা কিছু হাই ব্রিড আওয়ামীলীগ রয়েছে যারা কোন দিন নৌকা মার্কায় ভোট দেইনি তারা আজ উঠে পরে উটেছে আলহাজ্ব হারুনুর রশীদ খান জনপ্রিয়তা নষ্ট করতে, তৃণমূল আওয়ামীলীগ জানায় তারা কোন দিন সফল হতে পারবে না।