নিজস্ব প্রতিবেদক :
রবিবার ৭ই মার্চ বিকালে দেশবাসীকে সাথে নিয়ে সারা দেশের প্রতিটি থানার ন্যায় নরসিংদী জেলা পুলিশের ৭টি থানায় ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ আয়োজন করা হয়।
নরসিংদী মডেল থানার আনন্দ আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা। শিবপুর মডেল থানার আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন জনাব জহিরুল হক ভূঞা মোহন, মাননীয় এমপি, নরসিংদী-৩ (শিবপুর) মহোদয়।
পলাশ থানায় আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুল আশরাফ খান, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-২ (পলাশ) মহোদয়। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, স্থানীয় সুশীলসমাজের নের্তৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপটসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এছাড়া বক্তারা করোনাকালে ফ্রন্টলাইনার হিসেবে মানবিক পুলিশের ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকিতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক।