নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল নরসিংদীর পলাশর গজারিয়া ও ডাংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগের প্রার্থী হয়ে ২য় বারের মতো নৌকার মাঝি মনোনীত হলেন ডাংগা ইউনিয়ন পরিষদে সাবের উল হাই গজারিয়া ইউনিয়ন পরিষদে বদরুজ্জামান ভূঁইয়া। সোমবার (১৫ মার্চ) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ড দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে তাদের চূড়ান্ত করেছে। ৯ মার্চ মঙ্গলবার সকালে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার দলীয় কার্যালয় থেকে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বর্তমান ডাংগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাবের উল হাই ও গজারিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দোজামান ভূঁইয়া।