নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ১১ এপ্রিল সারা দেশে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা রয়েছে। এর মধ্যে নরসিংদী জেলায় দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন দুটি হলো, পলাশ উপজেলার গজারিয়া ও ডাংগা। ইতিমধ্যে প্রার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। ১৮ মার্চ বুধবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ডাংগা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেরুল হাই এবং স্বতন্ত্র প্রাথী কাউসার মাহমুদ ও মোহাম্মদ কামাল হোসেন। অপরদিকে গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া কে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় ভাবে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ জাকরি হোসেন চৌধুরী, মোহাম্মদ আলমগীর, নাসির উদ্দীন, কামাল হোসেন, রফিকুল ইসলাম ও ফকির আব্দুল মতিন মনোনয়নপত্র জমা দেন।