সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
শিবপুরে ৪ হাজার ৫শ দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

শিবপুরে ৪ হাজার ৫শ দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

শিবপুর প্রতিনিধি
শিবপুর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় দুলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ জন দরিদ্র মানুষকে নগদ পাঁচশত টাকা করে প্রদানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপসহকারী প্রকৌশলী মোঃ সাদিক হোসাইন, ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃদ। ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, ‘শিবপুরের ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে পাঁচশতজন করে মোট ৪ হাজার ৫০০জন দরিদ্র মানুষের মাঝে সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি পাঁচশত টাকা নগদ বিতরণ করা হবে। আজ (১০ এপ্রিল) প্রত্যেক ইউনিয়নে ১০জন করে দরিদ্র মানুষের মাঝে এই অর্থ বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী ১৬ এপ্রিলের মধ্যে তালিকাভুক্ত সকলের মাঝে এই অর্থ বিতরণ করা হবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD