নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর শিবপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন মিয়ার যোগদান উপলক্ষে বরণ ও মতবিনিময় সভার অনুষ্ঠানের আয়োজন করেছে শিবপুর মডেল থানা পুলিশ।
সোমবার ১৯ এপ্রিল দুপুরে থানার নতুন হল রুমে ফুলেল শুভেচছা বিনিময় করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। থানায় সদ্য যোগদানকৃত ওসি সালাহউদ্দিন মিয়া এর আগে নরসিংদীর কোর্ট ইন্সপেক্টরের দায়িত্বে ছিলো। সেখান থেকে পদন্নোতি পেয়ে এই প্রথম শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন।
নবাগত ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, থানায় যোগদানের পর আমার প্রথম কাজ হবে সাধারণ জনগণের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। পাশাপাশি আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবং মাদক নির্মূল করে শিবপুর উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করা। তিনি আরোও বলেন আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বাংলাদেশ পুুলিশ বদ্ধপরিকর।