নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২২টি মসজিদ ও মন্দিরে দূর্যোগ মন্ত্রণালয়ে টিআর প্রকল্পের অধিনে ২২ লাখ ২৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে ঘোড়াশাল পৌর মিলনায়তনে এ অর্থ বিতরণ করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, ঘোড়াশাল পৌরসভার ইঞ্জিনিয়ার আনোয়ার সাদাৎ, হিসাব রক্ষক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন ওয়ার্ডের মসজিদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।