শনিবার, ২২ মার্চ ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকাস্থ শিবপুর কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি বজলুল গণি, সাধারণ সম্পাদক রিপন লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠিত মনজুর এলাহীর নতুন বাড়ির কাজের শুভ উদ্বোধন নরসিংদীতে কৃষকদের মানববন্ধন নরসিংদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস দল চ্যাম্পিয়ন নরসিংদীতে পিকআপ ভর্তি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার অবিলম্বে নির্বাচন দিন, নির্বাচিত সরকারই প্রয়েজনীয় সংস্কার করবে ————- গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কৃষক দলের কেন্দ্রীয়নেতা বিল্পবকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ শিবপুরে ব্যাবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার পলাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত
নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বুধবার (২৩ জুন) বিকাল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার (২১ জুন) উপ-সচিব আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। যোগদানের পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব হিসেবে পদায়িত বিদায়ী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন নবাগত জেলা প্রশাসককে দায়িত্ব হস্তান্তর করেন। নবাগত জেলা প্রশাসক সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ছিলেন। নরসিংদীতে যোগদানের পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করে বলেন, দেশের উন্নয়নে সংবাদমাধ্যম তথা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে জেলার সার্বিক পরিস্থিতি উঠে আসে এতে উন্নয়ন কাজে সহায়ক হয়। জেলায় সরকারের নানা উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক নিবারণ রায়, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি একুশে টিভির প্রতিনিধি মাখন দাস, সাধারণ সম্পাদক বাংলাভিশনের প্রতিনিধি মাজহারুল পারভেজ।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD