শিবপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জন (বুধবার) বিকালে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুল হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বিনয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা তাঁতীলীগের সভাপতি হানিক মিয়া প্রমুখ।