নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী জেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত মেম্বারের উদ্যোগে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বাষিকী পালন করেছে। বুধবার সন্ধ্যায় পাঁচদোনা বাজারস্থ সুজিত মেম্বারের কার্যালয়ে এ প্রতিষ্ঠা বাষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বেলায়েত হোসেন বিল্লাল, দানিসুর রহমান দানা মেম্বার, সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বেলায়েত হোসেন, যুবলীগ নেতা শাহীন সরকার, জাকির হোসেন, কৃষকলীগ নেতা মনির হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করে বলেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতা বাংলাদেশ একই সূত্রে গাথা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।