পলাশ প্রতিনিধিঃ
নরসিংদীর পলাশ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মো: মুশফিকুর রহমান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। পলাশ উপজেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন তিনি উপজেলার ঘোড়াশাল, ডাঙ্গা ও জিনারদী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গেল সোমবার বিকালের দিকে হঠাৎ করে ওনার শরীরে প্রচুর জ্বর ও মাথা ব্যথাসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে মঙ্গলবার সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দের সাথে কথা বলে এন্টিজেন টেস্ট করালে করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে জানা যায়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায়ই আইসোলেশনে রয়েছেন। তবে শরীরে সামান্য জ্বর থাকলেও শ্বাসকষ্ট এবং অন্য কোনো ধরণের সমস্যা নেই বলেও জানা যায়। পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দ জানান, সারা দেশের মত পলাশ উপজেলায় হঠাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে। প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন এ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এখন পর্যন্ত পলাশ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন ও এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৫ জনের।