নিজস্ব প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে করোনা মোকাবিলায় কঠোর লকডাউন বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর হতে বললেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূূঁইয়া মোহন। সোমবার (২৬ জুলাই) উপজেলার ৯ ইউপি চেয়ারম্যানদের নিয়ে করোনা মোকাবিলায় সচেতনতামূলক সভায় এমপি মোহন বলেন, ‘শিবপুর উপজেলায় দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জনগণকে করোনা থেকে রক্ষা করা ও সংক্রমণ প্রতিরোধে ইউপি চেয়ারম্যানদের দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবর নিতে হবে। মাস্ক ছাড়া যাতে কেউ ঘর থেকে বের না হয় তা নিশ্চিত করতে হবে। এলাকার জনগণের পাশে থাকতে হবে। যাদের ঘরে খাবার নেই তাদের খাবারের ব্যবস্থা করতে হবে। করোনা রোগীর চিকিৎসা ও খাবার নিশ্চিত করতে হবে। আপনারা এলাকায় কঠোরভাবে দায়িত্বপালন করে হাটবাজার বন্ধ রাখুন।’ এছাড়াও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ইউপি চেয়ারম্যানদের কাজ করার আহ্বান জানান । সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান, ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পারভেজ প্রমুখ। এর আগে এমপি মোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা আহমেদসহ অন্যান্য কর্মকর্তাগণ।