নরসিংদী প্রতিনিধিঃ
নারীর ক্ষমতায়নের এই যুগে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের উদ্যোগকে সামনে তুলে ধরার প্রয়াসে নরসিংদীতে প্রথমবারের মত প্রতিষ্ঠা হতে যাচ্ছে “নরসিংদী লেডিস ক্লাব” । সেই লক্ষ্যে গত ০৭ ডিসেম্বর, ২০২১ তারিখ নরসিংদী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল “নরসিংদী লেডিস ক্লাব” এর প্রতিষ্ঠা বিষয়ক প্রস্তুতিমূলক সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সহধর্মিণী এবং জেলা মহিলা ক্রীড়া সংস্থা, নরসিংদীর সভাপতি রিফাত আখতার। আরো উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং কর্মকর্তাগণের সহধর্মিণীবৃন্দ।