শিবপুর প্রতিনিধিঃ
আসন্ন শিবপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ পঞ্চম ধাপে ৭ টি ইউনিয়নে মনোনয়ন ফরম ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার জমা সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ ও ফারজানা আবেদিনের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীগণ। এ সময় ৭ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর সাথে মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রত্যেক প্রার্থীরা আচরণবিধি মেনে তাদের মনোনয়নপত্র জমা দেন। শিবপুরে ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ৩৫ জন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৭ জন, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন মনোনীত প্রার্থী ৭ জন, জাকের পার্টির ৩ জন ও জাতীয় পার্টির ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সদস্য ও সংরক্ষিত সদস্যরা নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে আচরণবিধি মেনে তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রত্যেক প্রার্থীরা বাংলাদেশ নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কাছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।