নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে বেপরোয়া গতির পণ্যবাহী একটি ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ওই পথচারীর নাম মো: জসীম উদ্দিন (৪৫)। তিনি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আসমানদীচর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। দুর্ঘটনার সময় মো. জসীম উদ্দিন মহাসড়কের একপাশ ধরে হাঁটছিলেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার জানান, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বেপরোয়া গতিতে পন্যবাহী ট্রাকটি ভৈরবের দিকে যাচ্ছিল। ট্রাকটি পাঁচদোনা মোড় অতিক্রম করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে রাখেন। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।