নিজস্ব প্রতিবেদক
শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের ভুরবুড়িয়া গ্রামে ব্রীজ সংলগ্ন নৌকার সমর্থনে ৩০ শে ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়ূবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে কেন্দ্র কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আয়ূবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সুযোগ্য চেয়ারম্যান মজিবুর রহমান সরকার। উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন হাবিবুর রহমান, শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাখাওয়াত হোসেন ইভান, ইমান মিয়া, আলমগীর, কাবিল মিয়া। নৌকার প্রার্থী মজিবুর রহমান সরকার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আয়ূবপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নধারা অব্যাহত রাখতে দ্বিধাদ্বন্ধ ভুলে সবাই নৌকায় ভোট দিবেন।