সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে অনুদান বিতরণ শিবপুরে তোফাজ্জল হোসেন মাষ্টারের ব্যক্তিগত কার্যালয়ের উদ্বোধন  নরসিংদী কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী নরসিংদীতে পি‌বিআইয়ের হা‌তে হত্যা মামলার ২আসামী গ্রেফতার নরসিংদীতে পূর্ব শক্রতার জের ধরে জবাই করে হত্যা শিবপুরে চক্রধা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত জাঙ্গালিয়া বাজারে মেসার্স ফাইজা ট্রেডার্স এর শুভ উদ্বোধন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে যোগদানকৃত জেলা প্রশাসক এর দায়িত্বভার গ্রহণ
শিবপুরে নির্বাচন আচরনবিধি সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত

শিবপুরে নির্বাচন আচরনবিধি সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি :

বৃহস্পতিবার(৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলার ৫ম ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৭টি ইউনিয়নের সকল প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরনবিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), নরসিংদীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মেছবাহ উদ্দিন। উপজেলা শিক্ষা অফিসার নুর মোঃ রুহুল সগীরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাউদ্দিন মিয়া ও উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন প্রমুখ। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান- মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন তারা। উল্লেখ, উপজেলার ৯টি ইউনিয়ের মধ্যে পঞ্চম ধাপের নির্বাচনে আগামী ৫ জানুয়ারি ৭টি ইউপিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। মাছিমপুর ও চক্রধা ইউপিতে সীমানা জটিলতার মামলা কারণে আইনি জটিলতায় ইউনিয়ন পরিষদ দুটির নির্বাচন বন্ধ হয়ে আছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD