শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না —-রুহুল কবির রিজভী শিবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক গ্রেপ্তার শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবপুরে বিএনপির আনন্দ মিছিল, নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত শিবপুরে ঘা”তক স্বামী ও শাশুড়ি গ্রেফতার নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
পলাশে জনতা জুট মিলে শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিকের বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট

পলাশে জনতা জুট মিলে শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিকের বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে জনতা জুট মিল শ্রমিক সংগঠনের নির্বাচন বানচালের লক্ষ্যে কিছু সংখ্যক শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর ও লুটপাট করেছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত তান্ডব চালায় একটি কুচক্রি মহলের ইশারায় কিছু সংখ্যক শ্রমিক। মিলের ছয় হাজার শ্রমিক কর্মচারীর মধ্যে মাত্র শতাধিক শ্রমিক এ হামলায় অংশ নেয়। মিল কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভের সময় প্রতিষ্ঠানের কিছু সংখ্যক শ্রমিক বহিরাগতদের সহযোগিতায় প্রশাসনিক ভবনসহ জিএম অফিস, লেবার অফিস, আইটি অফিস, মেডিকেল হল, জিএম বাংলোর বিভিন্ন আসবাব ও একটি অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ ঘন্টাব্যাপী তান্ডবের পর পলাশ থানা-পুলিশ ও নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরদিন থেকে পুণরায় মিলের উৎপাদন কাজ শুরু হয়।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিলটিতে ছয় হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। সম্প্রতি মালিকানা পরিবর্তন হয় এবং আকিজ গ্রুপ মিল পরিচালনার দায়িত্ব নেয়। আরো জানা যায়, শ্রমিক সংগঠনের সভাপতি রেজাউল করিম পুণরায় সভাপতির দায়িত্বে থাকার জন্য বিভিন্ন অপ-কৌশল করে আসছে।
মিলের মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারোয়ার জাহান বলেন, একটি পক্ষ উসকানিমূলকভাবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের খেপিয়ে দিয়ে এই অরাজকতার সৃষ্টি করেছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়টি নিয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
নরসিংদীর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক আরঙ্গজেব বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD