নরসিংদী প্রতিনিধিঃ
গত ১৯ জানুয়ারি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য রুবেল সহ ১০/১৫ জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি সহ বিভিন্ন ধারায় নরসিংদী বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছে ভুইয়ম গ্রামের বীরমুক্তিযোদ্ধা হযরত আলী। বিজ্ঞ আদালতের মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ১৮ জানুয়ারি সকাল ১০ টার দিকে ইউপি সদস্য রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী লাঠি, ছোরা, কিরিছ, চাইনিজ কুড়ালসহ ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ভুইয়ম গ্রামের বীরমুক্তিযোদ্ধা হযরত আলীর বাড়িতে গিয়ে বিল্ডিং ঘর নির্মাণ কাজে বাঁধা প্রদান করে এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে এক পর্যায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর বউ এবং তার ছেলের বউ সন্ত্রাসীদের এরূপ কার্যক্রমের প্রতিবাদ করতে গেলে সন্ত্রাসীরা আরো ক্ষীপ্ত হইয়া হযরত আলীর বউ হনুফা বেগমকে হত্যার উদ্দেশ্যে পিটাইয়া জখম করে এবং তাহার দুই ছেলের বউকে শ্লীলতাহানীর ঘটনা ঘটাইয়া তাদের কাছ থেকে এক ভরি ওজনের একটি চেইন, হাতের বালা, স্মার্ট ফোন, এবং ১ টন ঘর নির্মাণের জন্য উঠানে রাখা রড ভ্যান গাড়ী যোগে নিয়ে যায় যাহার মূল্য আনুমানিক ২/৩ লক্ষ টাকা। পরবর্তীতে রুবেল ও তার সন্ত্রাসী বাহিনী বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রান নাশের হুমকি প্রদান করে চলে যায়। উপায়ন্তর না পেয়ে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী নরসিংদী বিজ্ঞ আদালতে সন্ত্রাসীদের নামে উল্লেখ করে মামলা দায়ের করে, যাহার নং ৭০। বিজ্ঞ আদালত মামলা টি নরসিংদী সি,আই,ডি পুলিশ কে তদন্তের দায়িত্ব দেয়। উক্ত রুবেলের বিরুদ্ধে আরো বহু অভিযোগ রহিয়াছে।