শিবপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের অভিযোগ ভিত্তিতে গণশুনানি করে মানুষের নানা সমস্যার সমাধান করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত জিনিয়া । তিনি সপ্তাহে প্রতি বুধবার এই গণশুনানি করে থাকেন। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অভিযোগপত্র গ্রহণ করে থাকেন। অভিযোগপত্র গ্রহণকালে তাৎক্ষনিক যেগুলো সমাধানযোগ্য তাহা সমাধানের মাধ্যমে নিস্পতি করে দেন এবং যেগুলোর সমস্যা বেশী জটিল তাহা বুধবার গণশুনানির মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে সমাধান করে থাকেন। এতে একদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে যেমন রক্ষা পাচ্ছে অপরদিকে প্রকৃত বিচার পেয়ে তারা সমস্যা থেকে মুক্ত হচ্ছে।