নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর প্রেসক্লাবে’র সভাপতি কাউছার হোসাইন ও সাপ্তাহিক আজকের চেতনা’র প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরাফ টিপু এর রোগমুক্তি কামনায় মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারী শনিবার বাদ আছর সদর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সদর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গ্লোবাল টিলিভিশনের জেলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম মতি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্রাইম ম্যাগাজিন অপরাধজগতের মোবাইল করেসপন্ডেন্ট মাসুদ রানা বাবুল এবং সহ-সাধারণ সম্পাদক নব কন্ঠ প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন ভূঞা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক , সদর প্রেস ক্লাবের উপদেষ্টা বাংলাভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক মাজহারুল পারভেজ মন্ট্রি।
এ সময় উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক দেশ সন্দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাছিবুর রহমান খান, নরসিংদী প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, সদর প্রেসক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক সম সংযোগ ও সাতদিনের কণ্ঠের প্রকাশক ও সম্পাদক হামিদুল হক আহাদ(সমির), শিবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আরিফুল হাসান ও বিভিন্ন উপজেলার সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, নরসিংদী সদর প্রেসক্লাবে’র সভাপতি কাউছার হোসাইন ও সাপ্তাহিক আজকের চেতনা’র প্রকাশক ও সম্পাদক এ বি এম আজরাফ টিপু অসুস্থ হয়ে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মহান আল্লাহর নিকট তাদের রোগমুক্তি কামনায় সাহায্য প্রার্থনা করেন।
এছাড়া সদর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সামসুল আলম ডিপটি, বিজয় টিভি’র নরসিংদী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক তোফাজ্জল হোসেন, মোখলেছুর রহমান ও স্বপন মিয়া এর অকাল মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত কামনাসহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ পরিচালনা করেন সদর প্রেসক্লাব মসজিদের ইমাম।