নিজস্ব প্রতিনিধি
শিক্ষার্থীদের অভাবনীয় সফলতা অর্জন করায় ১৪ ফেব্রুয়ারি সোমবার কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী ইনডিপেনডন্ট কলেজের নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। স্বগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক হুমায়ুন কবীর শাহ। আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা নকশীশের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সিনিয়র সহ সভাপতি শফিকুল রহমান বকুল, সহ- সভাপতি মো: সোহরাব উদ্দিন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুল আলম আরিফিন, রোকেয়া আক্তার। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী।