সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
লেবুতলা ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি গঠন কবর বাসীর মাগফিরাত কামনায় হেরার আলো ইসলামী পাঠাগারের আয়োজনে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত রায়পুরা উপজেলায় জয়িতা অন্বেষণে সম্মাননা প্রদান নরসিংদীতে পুলিশ সংস্কার কমিশনের প্রধানের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত এবং ২০ টি গাড়ি ভাংচুর রায়পুরায় আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত ১০ জন আহত নরসিংদীতে ’চিটাগাং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ফোরাম কমিটি গঠন শিবপুরে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের শুভ উদ্বোধন নরসিংদীতে চুরি করে বাজারে বিক্রি করার সময় টিসিবির ৩০ বস্তা চাল আটক
নরসিংদীতে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।

নরসিংদীতে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর ১৬ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে মঙ্গলবার দুপুরে সম্মাননা প্রদান করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। এই সময় নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোঃ মারুফ খান উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন, বীর মুক্তিযোদ্ধা শামসুন নাহার বেগম, শরিফুন নেছা হাকিম, দিলরুবা বেগম, রওশন আরা বেগম, প্রীতি কনা দাস, রেজিয়া বেগম, মনিকা বাগচী, নসিবুন আহমেদ, কোহিনুর বেগম, হাসনা হেনা, আয়েশা হক, হাজেরা খাতুন (মৃত), হাছিনা আক্তার খাতুন, খোদেজা খাতুন, অঞ্জলী দে সরকার ও বেদনা দত্ত। সম্মাননা হিসেবে ১৬ জন মহিলা বীরমুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।এক যোগে দেশের বিভিন্ন জেলায় সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সেক্টরস কমান্ডার্স ফোরাম জেলা শাখার সভাপতি আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী।অনুষ্ঠানে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের নারী বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বেগম অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ইতিহাস তুলে ধরেন।
মুক্তিযোদ্ধারা এই বিশেষ সম্মাননা পেয়ে প্রশাসনসহ সরকারকে ধন্যবাদ জানান।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD