নিজস্ব প্রতিবেদক:
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ মহিলা লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন । বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নরসিংদী জেলা শাখা ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেন আনন্দ রেলি, বঙ্গবন্ধু প্রকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজন করেন । সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা লীগ নরসিংদী জেলা শাখার সম্মানিত সভাপতি সুমি সরকার ফাতেমা সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত নরসিংদী পৌরসভার সফল কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, বক্তব্য রাখেন নরসিংদী শহর বাংলাদেশ মহিলা লীগের সভাপতি সুমা সরকার , শিবপুর উপজেলার সভাপতি ফেরদৌস ইসলাম রায়পুরা উপজেলা সভাপতি মমতাজ বেগম মাধবদী থানা শাখার সভাপতি কাউন্সিলর জোসনা বেগম, সাংগঠনিক সম্পাদক পপি রানী সাহা প্রমুখ। বিভিন্ন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বাংলাদেশ মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।