সমাজের সম্মানিত, সর্বজনগ্রাহ্য ও নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রভৃতি সামাজিক অসংগতির কুফল বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা চালানোর জন্য ইমামগণের প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধর্মীয় অনুশাসনের আলোকে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে যুবসমাজকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রশিক্ষণার্থীগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞানের উপযুক্ত প্রয়োগে সক্ষম হবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন।