শিবপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক স্বপন খান স্বরনে শোক সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার উপজেলা মিলনায়তন সংলগ্ন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান। বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান।উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে নাছিম আহমেদ হিরন, আবদুল হাই মৃধা, প্রেস ক্লাবের সদস্যগন প্রমুখ। স্বপন খান মস্তিস্কের রক্তক্ষরণ জনিত কারণে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দুপুরে মারা যান।