নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর মডেল থানার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমাবার (১১ এপ্রিল) নরসিংদী জেলা পুলিশের আয়োজনে শিবপুর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, নসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, পিপিএম, নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ইউএনও জিনিয়া জিন্নাত, শিবপুর সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ ড. মোঃ শফিউল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, সহকারী পুলিশ সুপার শিবপুর সার্কেল মোঃ মেজবাহ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ওসি মোঃ সালাহউদ্দিন মিয়া, মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ।