নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন ১৪ই মে শনিবার বিকাল ৩ ঘটিকায় পৌরশহরে ইউএমসি জুটমিল গেইট এলাকায় অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হন মো: আইন উদ্দিন খন্দকার ও সাধারন সম্পাদক নির্বাচিত হন মো: টিপু সুলতান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হক। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনে উদ্বোধন করা হয়। ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মো: সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনায় ছিলেন সাবেক কমিশনার মো: আইনদ্দিন খন্দকার। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ তাঁতী লীগের যুগ্ম- সম্পাদক মোন্তাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মোবারক হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম কাইয়ুম, উপ- দপ্তর সম্পাদক বীর মুক্তিযুদ্ধা মনিরুজ্জামান ছোট্রু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দীপক কুমার সাহা। সম্মেলনে দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সমর্থনের ভিত্তিতে নরসিংদী শহর ৮নং ওয়ার্ড এর সভাপতি মো: আইন উদ্দিন খন্দকার এবং সাধারন সম্পাদক মো: টিপু সুলতানকে নির্বাচিত করে।