শিবপুর প্রতিনিধি:
শিবপুরে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও জিনিয়া জিন্নাত। সভায় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান, শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়যে, আগামী ২০ মে থেকে বাড়ি বাড়ি গিয়ে তিনসপ্তাহব্যাপী এই ভোটার তালিকা হালনাগাদ করা হবে। ফলে যারা নতুন ভোটার হবেন তারা প্রস্তুতি নেন।