নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামে পুর্ব পাড়া জামে মসজিদে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আঃ মতিন ভূইয়ার আগমন। ১৭ই জুন শুক্রবার স্থানিয় গ্রাম বাসির দাওয়াতে তিনি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্সা পরির্দশনে আসেন। তিনি ভুরবুরিয়া পুর্ব পাড়া বাইতুর নূর তারা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। তিনি গ্রাম বাসির সাথে জুম্মার নামাজ আদায় করে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। তিনি জেলা পরিষদের পক্ষ থেকে মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা উন্নয়ন কাজের জন্য ৩লক্ষ টাকা বরাদ্দের ঘোশনা দেন। ভুরবুরিয়া সামাজিক কবরস্থানে ২লক্ষ টাকা উন্নয়ন কাজের জন্য বরাদ্দের ঘোশনা দেন। ভুরবুুরিয়া পুর্ব পাড়া জামে মসজিদে এসি দেওয়ার ঘোশনা দেন। ভুরবুরিয়া পুর্ব পাড়া জামে মসজিদের সহ সভাপতি বীর মুক্তিয্দ্ধুা সোহরাব হোসেন বলেন গ্রাম বাসির দাওয়াতে তিনি এসে গ্রাম বাসিকে ধন্য করেছেন। মদীনাতুর উলুম মাদ্রাসার ব্যবস্থাপনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ শাহনেওয়াজ ভূইয়া জেলা পরিষদের প্রশাসকের আগমন ও মাদ্রাসা উন্নয়ন কাজে অর্থ বরাদ্দ ঘোশনাকে অভিনন্দন জানিয়েছে। এ সময় গ্রামের সকল ধর্ম প্রান মুসল্লিগন উপস্থিত ছিলেন।