নিজস্ব প্রতিনিধি:
পলাশ ডাংগায় জাতীয় শোক দিবস উপক্ষে আলোচনা সভা দোয় মিলাদ মাহফিল ও তাবারক বিতরন অনুষ্ঠিত হয়। ১৭ই আগষ্ট বুধবার ডাংাগা ইউনিয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্দ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি ডাংগাকে অবহেলিত এলাকা হিসেবে উল্লেখ করে বলেন, এই এলাকায় এক সময় এক লাখ টাকায় এক বিঘা জমি পাওয়া যেতো, আজ ১০ লাখ টাকায় এক শতাংশ জমিও পাওয়া যায় না। এখানে শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই এখানে উন্নত শিল্প নগরী গড়ে উঠবে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা মিলাদ মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। ডাংগা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরো অনেকে। আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।