নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে মনজুর এলাহীর বাগান বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব ও নরসিংদী-৩ শিবপুর থেকে ধানের শীষের প্রতিনিধি মনজুর এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর পৌরসভা বিএনপি’র সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল মৈশান,নরসিংদী জেলা বিএনপি’র সদস্য মাজহারুল হক টিটু,শিবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান খান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ মনছুর আহমেদ,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা ও শিবপুর পৌরসভা যুবদলের আহ্বায়ক আবুল কালাম মৈশান।শিবপুর পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ কমল কাজীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি আক্রাম হোসেন ভূঁইয়া রুহিন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লাসহ উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন,আমরা পরাধীন হয়ে থাকবনা।বৈষম্য মূলক আচরণ বাংলাদেশে হতে দেওয়া যাবেনা।আমাদের দেশ আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে।বিদেশে আমাদের বন্ধু রয়েছে কিন্তু কোন প্রভু নেই।সকল ভেদাভেদ ভুলে শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে হবে।
জাতীয়তাবাদী দলের মধ্যে শিবপুর উপজেলা হবে একটি মডেল উপজেলা।