নরসিংদীর শিবপুর, উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যলয়ের শ্রেষ্ঠ সভাপতি হলেন আসাদুজ্জামান আসাদ। উপজেলার ৬ টি ক্লাষ্টারের মধ্য ৬ জনকে বাছাই করে, পরে ৬ জনকে বিভিন্ন ক্যাটাগড়িতে প্রতিষ্ঠানের, শিক্ষার গুনগতমানসহ পর্যালোচনা শেষে উপজেলা কমিটি ১৩/৯/২০২২ আসাদুজ্জামান আসাদকে শ্রেষ্ঠ সভাপতি হিসাবে নির্বাচিত করেন। তিনি লাখপুর শিমুলিয় বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে শিক্ষকতায় কর্মরত আছেন। তাছাড়া তিনি শিবপুর প্রেস ক্লাবের দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ওনার নেতৃত্বে মানিকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগামীদিন আরো উন্নয়ন হবে এমন প্রত্যাশা সকলের।