শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ নরসিংদীতে চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করেন পিবিআই পুলিশ সংস্কার কখনও বটগাছের মত এক জায়গায় দাড়িয়ে থাকে না —-রুহুল কবির রিজভী শিবপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী তারেক গ্রেপ্তার শিবপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় একজন গ্রেপ্তার বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শিবপুরে বিএনপির আনন্দ মিছিল, নরসিংদীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত শিবপুরে ঘা”তক স্বামী ও শাশুড়ি গ্রেফতার নরসিংদী প্রেসক্লাবের বয়োজেষ্ঠ্য সাংবাদিক আবু তাহের এর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মনোহরদীতে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে ফসল তুলে ফেলার অভিযোগ

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে ফসল তুলে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার চর গোহালবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরুধের জের ধরে মৃত আবদুল বাতেনের পুত্র রুবেল মিয়ার ধানের জমি থেকে সকল চারা তুলে ফেলার অভিযোগ। এলাকা বাসির সূত্রে জানাযায় রুবেল মিয়া মায়ের নিকট হতে হেবা দলিল মূলে চরগলগলিয়া মৌজার ৪৫৬ খতিয়ানের ১৩৫৫, ১৩৫৬, ১৪২০, ১৪৭৪, ১৬৪২, ১৫৯০ও ১৫৮৭ দাগে মোট ৫৮ শতাংশ জমি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করিয়া আসিতেছে। উক্ত সম্পত্তি নিয়ে বিরোধের সৃষ্টি হলে রুবেল মিয়া মনোহরদী থানায় একটি সাধারন ডায়েরি করেন যাহার নং- ৮৯৭ ও তারিখ ১৭/০৮/২০২২। ২৭শে সেপ্টেম্বর মঙ্গলবার রুবেল মিয়ার জমিতে রোপন করা ধানের সকল চারা গাছ রাতের আধারে দূরবৃত্তরা তুলেফেলে। এ বিষয়ে রুবেল মিয়া বলেন জমি সংক্রান্ত বিরুধ নিয়ে আমার নিরাপ্তার জন্য আমি মনোহরদী থানায় একটি জিডি করি এরইজের ধরে রাত আমার জমি সকল ফসলি চারা তুলে ফেলে- আমার প্রতি পক্ষরাই এ কাজ করেছে, আমি প্রশাসনের দৃষ্টি কামনা করি। এ বিষয়ে রুবেল আরো জানায় গত ১৭/০৮/২০২০ সকাল ১০:৩০ ঘটিকায় বাড়ি থেকে সুজনের বাজারে যাওয়ার পথে বাচ্চু মিয়ার বাড়ির পশ্চিম পাশে রাস্তায় পৌচাইলে ১/ সুমন মিয়া(৩৫) পিতা- রুহুল আমিন সাং- চন্দনবাড়ী, ২/ বাচ্চু মিয়া (৪৫) পিতামৃত- কুতুব উদ্দিন সাং- চরগোহালবাড়িয়া, ৩/ রাশিদা বেগম(৫০) স্বামী- রুহুল আমিন, ৪/ শিবলি (৩৩) পিতা- রুহুল আমিন উভয় সাং- চন্দনবাড়ী, সকলে একত্র হয়ে আমাকে এলোপাতারী মারধর করিয়া শরীরিরের বিভিন্ন অংশ নিলাফুলা জখম করে এবং আমাকে প্রকাশ্য হুমকি প্রদান করে উক্ত সম্পত্তিতে ভোগ দখল করিতে গেলে আমাকে খুন জখম করে লাশ গুম করে ফেলবে। সুতরাং আমার ফসলি জমির ফসল তারাই ক্ষতি করেছে। এ বিষয়ে এলাকা বাসি যথাযথ করতৃ পক্ষের দৃষ্টি কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ




raytahost-demo
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD