নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর শনিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই নজরুল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শিবপুর মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল ম্যাগাজিন ভর্তি ২ রাউন্ড গুলিসহ ১ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী হলেন, শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামের সুলমান পাঠানের পুত্র আহসান আলী পাঠান টিটু (৪২)। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে ২টি অস্ত্র আইন ও ১টি হত্যা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবপুর মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।